বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র কিনেছেন। সোমবার (১২ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্রটি কিনেন।
এর আগে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসব আসন হল ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা), বগুড়া-৬ ও বগুড়া-৭।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি।