মেহেদী কবির সুমন।
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় ট্রাক–ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় গাড়ির আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন আমিনুল ইসলাম, কামরুজ্জামান সরদার (৪৫) ও মাসুদ মৌলভী (৪৫)। আমিনুলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে। তিনি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। কামরুজ্জামান ও মাসুদের বাড়ি একই উপজেলার খলিলপুর গ্রামে। পেশায় ব্যবসায়ী কামরুজ্জামান খলিলপুর বাজার বণিক সমিতির সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িটি ছয়জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। নিমতলা রেলক্রসিংয়ে গতিরোধকের ওপর গাড়িটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকসহ দুজন নিহত হন।
আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী। তিনি বলেন, ‘আমিনুল মারা গেছেন। তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছি।’