মধুখালী রাজনীতি

জিয়া পরিবারের হাত ধরেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে-শাহ জাফর

জাকির হোসেন # বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবীতে ১ নভেম্বর মধুখালী উপজেলা ও পৌর বি এন পির উদ্যোগে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক এম,পি শাহ মোঃ আবু জাফর। উপজেলা বি এন পির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বি এন পি নেতা আবুল হোসেন আবুল,শাহ খুররম রাহুল, সাহাবউদ্দীন আহমেদ সতেজ,গোলাম মনছুর নান্নু,হায়দার আলী মোল্যা,শরীফুল ইসলাম ফকির,ফরিদুর রহমান সাগর,জাপান বিশ্বাস,মিজানুর রহমান,খন্দকার ওবায়দুর রহমান ও মিরাজুল ইসলাম মিরাজ প্রমৃখ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, জিয়া পরিবারের হাত ধরেই এ দেশে গণতন্ত্র এসেছে। ষড়যন্ত্র করে সেই পরিবারকে বাইরে রেখে দেশে সুষ্ঠু গণতন্ত্র চর্চা বা নির্বাচন-সংলাপ কখনই সফল হবেনা। তাই নির্বাচনের আগেই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান শাহ জাফর। তিনি আরো বলেন,আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র নির্বাসিত হয়। মানুষের মৌলিক অধিকার খর্ব হয়। কিন্তু এ দেশের গণতন্ত্রকামী মানুষ এই দূঃশাসনের সাথে কখনই আপোষ করে না। তাই আগামী নির্বাচনেও মানুষ ব্যালটের মাধ্যমে এ অপশাসনের জবাব দেবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *