মোঃ সোহেল রানা, মানিকগঞ্জ # মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চলন্ত হ্যালোবাইকে স্কুলছাত্রীকে জোর করে পর্ন ছবি দেখিয়ে শ্লীলতাহানি চেস্টা করার দায়ে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জাকির ভূইয়া (৩১) উপজেলার পুটিয়াজানি গ্রামের মোকছেদ ভূইয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক। রোববার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা খন্দকার এ রায় দেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জাবরা শহীদ স্মরনি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ওই শিক্ষার্থী বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে স্কুলে যাচ্ছিল। এসময় বখাটে জাকির তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে মেয়েটি একটি হ্যালোবাইকে উঠেন। জাকিরও তার সাথেই হ্যালোবাইকে উঠে জোর করে মোবাইলফোনে পর্ন ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেস্টা করে। এসময় মেয়েটি হ্যালোবাইক চালককে বিষয়টি বললে তিনিসহ স্থানীয়রা বখাটে আটক করে পুলিশে খবর দেন। ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের পর জাকিরকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
