বিশেষ প্রতিবেদক।
ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাখুন্ডা পশ্চিম পাড় এলাকায় একটি কাঁচা সড়কে ইট বিছানোর মধ্য দিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন গেরদা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ মোঃ এমার হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিচ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার মঞ্জুরী আক্তার, ইউপি সদস্য শহীদুল ইসলাম, মোঃ জাকারিয়া, মহিলা ইউপি সদস্য রিমা আক্তার, ঠিকাদার মাহামুদুল হক নুপুরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গেরদা ইউনিয়নের ১৬টি কাঁচা সড়কে ইট বিছানোর এ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হচ্ছে।
