চরভদ্রাসন প্রতিনিধি #
ফরিদপুরের চরভদ্রাসনে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাহারের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বেলা ১১টায় সদর বাজারের গালর্সস্কুল রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে কয়েক’শ নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সদর বাজরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোতাজ্জেল হোসেন মৃধার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ জানে আলম এর সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোহাম্মদ আলী মোল্যা, বিএনপি’র সহ-সভাপিত মোঃ নূরুল হক মোল্যা, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী, যুবদল নেতা মোঃ মোরাদ হোসেন মৃধা, উপজেলা শ্রমিক দল নেতা শেখ আছলাম, তাতী দল নেতা ইখলাস মন্ডল, ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান প্রমূখ।
এসময় উপস্থিত কয়েক’শ নেত-াকর্মী দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় প্রত্যাহারের জোর দাবী জানান।
