রাজনীতি

কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন :ইমরান এইচ সরকার

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এলাকাবাসীর অনুরোধ ও আগ্রহের ব্যাপারে চিন্তা-ভাবনা করে খুব শিগগরই নির্বাচন নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে গণমাধ্যমকে জানান ইমরান।

ইমরান বলেন, ‘‘এলাকাবাসী চাইছেন কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারি) আসনে নির্বাচন করি। এলাকার মুরুব্বিরা প্রতিনিয়তই আমাকে ফোন দিচ্ছেন, আমার বাবাকে অনুরোধ করছেন। আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুতই আপনাদের আমার সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারবো।”

এসময় তিনি আরও বলেন, “আমার এলাকা এমনিতেই অবহেলিত, সেখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকার মানুষের জন্য কাজ করার ইচ্ছে আছে। তবে সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *