কন্ঠ রির্পোট।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনুসহ কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কোতয়ালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বর। সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা কাজী মোমিতুল হাসান বিভুল, কৃষক লীগ নেতা প্রদীপ কুমার দাস, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি তাহফিক হোসেন পুচ্চি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিয়াকত শেখ, সহিদুর রহমান, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মোল্যা, জুলফিকার আলী মিনুর কন্যা সুমাইয়া, রমেশ দাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার মুক্তি দাবী করেন। বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের পরিচ্ছন্ন একজন ব্যক্তি হচ্ছেন জুলফিকার আলী। আওয়ামী লীগের এ নিবেদীত ব্যক্তির প্রতি ইর্ষান্বিত হয়ে কুচক্রিমহল তাকে হয়রানী করতে তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। স্থানীয় আওয়ামী লীগের আভ্যন্তরীন কোন্দলের জের ধরে গত মঙ্গলবার হামলা, ভাংচুরের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনুসহ ৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়। পুলিশ বুধবার সন্ধ্যায় জুলফিকার আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
