ষ্টাফ রিপোর্টার # স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। মন্ত্রী রবিবার দুপুরে নিজ বাসভবন আফসানা মঞ্জিলে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আগামী ২৩ ডিসেম্বরের নির্বাচনেও যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, শহর যুবলীগের ভারপ্রপ্ত সভাপতি চৌধুরী মো. হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে মন্ত্রী ৪৬পাউন্ডের কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
