কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে দেয়াল চাপা পড়ে মারা গেছে একটি শিশু। সোমবার বিকেল চারটার দিকে শহরের মধ্য আলীপুর খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম সিন্হা (৭)। সে ওই এলাকার বাসিন্দা সাত্তার খানের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে সিন্হা সবার ছোট। সিনহা আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফরিদপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুজ্জামান বলেন, শিশুটি বাড়ির পাশে নির্মিয়মান একটি ভবনের পাশে খেলছিল। হঠাৎ নির্মিয়মান ভবনের দেয়ালের একটি অংশ ধ্বসে শিশুটির উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ফরিদপুর কন্ঠকে বলেন, দেয়াল চাপা পড়ে আহত শিশুটিতে পরিবারের সদস্য ও এলাকাবাসী উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
