

সোহাগ জামান।। ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল/১২০১১ মোঃ আলমগীর হোসেন গত ৮ ই জুন তারিখে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় নিহত কনস্টেবল আলমগীর হোসেনের পরিবারের হাতে ডিএমপি কমিশনার জনাব মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) দেওয়া নগদ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেয়া হয়। আজ (১৩ জুন) সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় আর্থিক অনুদানের নগদ অর্থ নিহত আলমগীর হোসেনের পরিবারের হাতে তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার, জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম। আর্থিক অনুদান প্রদানকালে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, করোনাকালে প্রথম থেকেই সামনের সারীতে বাংলাদেশের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। শুধু কাজই নয় মানবিক সহায়তা প্রদানেও করে চলছেন সব সময়। আর করোনা মোকাবেলায় সামনে থেকে কাজ করতে গিয়েই অনেক পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। আর করোনায় আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য। এসময় পুলিশ সুপার আলিমুজ্জামান আরো বলেন, এই করোনার দূর্যোগ মোকাবেলায় ফরিদপুরের সকল পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সামনের সারীতে থেকেই জনগনের সেবা করে যাবে।