সোহাগ জামান #
ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী কাঞ্চন মুন্সী একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন সমর্থিত প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে স্কুলের বর্তমান সভাপতি, ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান খান দোলন সমর্থিত প্যানেল। নির্বাচনে ৭৬৭ জন ভোটারের মধ্যে ৫৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা থাকায় দিনভর পুলিশ, র্যাব, ডিবি পুলিশ ও আনসার মোতায়েন ছিল। নির্বাচনে আরিফুর রহমান দোলন সমর্থিত প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মোঃ মনিরুল ইসলাম লাভলু, আব্দুল বাতেন মিয়া, মোঃ লুৎফর রহমান, মোঃ পলাশ শেখ ও সেলিনা জামান রুমা।
