সোহাগ জামান।
ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিলের চারদিন ব্যাপী ওরশ শুরু হয়েছে। শনিবার ফজর বাদ ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।
চারদিন ব্যাপী ওরশ শরীফে প্রাত্যহিক এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলওয়াত, জিকির আসকার, মোরাকাবা-মোসাহেদা, ওয়াজ নছিয়ত, ধর্মীয় আলোচনা, সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। ওরশকে সামনে রেখে ইতোমধ্যেই দেশে বিদেশের লাখো জাকেরানেরা সমবেত হয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলে। পবিত্র ওরশ শরীফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলে। গোটা এলাকাজুড়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন রাখা হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী মোঃ শাহিন মিয়া জানান, এবারের ওরশ শরীফকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। করোনাকালীন সময়ের কারনেই এসব ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অগনিত আশেকান-জাকেরান, ধর্মপ্রান মুসলমান ও অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ বিশ্ব দরবার শরীফে উপস্থিত হয়েছেন। জাতীর কল্যান কামনায় বিশেষ করে চলমান করোনা মহামারীসহ সকল প্রকার বালা-মছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আগামী ১লা মার্চ বিশ্ব মুসলিম উম্মাসহ সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ ওরশ শরীফ।
