প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল প্রান্তে উন্নয়নের ছোয়া লেগেছে। তিনি আরোও বলেন, এক সময়ের অবহেলিত সদরপুরকে যোগাযোগে মডেল উপজেলায় উন্নত করা হবে। পূর্বে যারা এখানে এমপি-মন্ত্রী হয়েছে, তারা জনগণকে মূল্যায়ন ও এলাকার উন্নয়ন করেনি। আপনারা আমাকে আপনাদের মূল্যাবান ভোট দিয়ে প্রতিনিধি করেছেন, আমি শেষ রক্ত বিন্দু দিয়ে সে ঋণ পরিশোধ করে যাব। সোমবার বিকেলে উপজেলার ভাষানচর ইউনিয়নে চেয়ারম্যান শেখ গোলাম কাউসারের সভাপতিত্বে উপজেলার ভাষাণচর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নে ৮২ লাখ ৯৩ হাজার ২শ ৯৭ টাকা ব্যায়ে কোলচুরি এফডি আই আর জিপিএস সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন কালে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক জিয়াইল হক মিঠু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান প্রমুখ।