ফরিদপুর সদর

অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে কঠোর জেলা প্রশাসন

বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে “ক্রাশ প্রোগ্রাম” হাতে নিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রতিটি উপজেলা প্রশাসনকেই এই “ক্রাশ প্রোগ্রাম” বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়।
এরই অংশ হিসেবে গত ১৭ আগস্ট থেকে এর বাস্তবায়ন শুরু করেছে সদর উপজেলা প্রশাসন, ফরিদপুর সদর উপজেলাধীন চন্ডিপুর গ্রামে এসবি ব্রিক্স এর দখলে থাকা ১/১ খতিয়ানের ১.১৩ একর জমি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে গত ১৭ আগস্ট উপজেলা প্রশাসনের একটি টিম উদ্ধার করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করেছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৮ আগস্ট সদর উপজেলাধীন ভাটিলক্ষীপুর এলাকার আর পি বি ব্রিক্স এর অবৈধ দখলে থাকা ১ নং খতিয়ানের ০.২৩ একর জমি একই প্রক্রিয়ায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জানতে জাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, সরকারি খাস জমি সংরক্ষণ ও উদ্ধার প্রশাসনের একটি নিয়মিত কাজ, তবে অনেক কাজের ভীড়ে এই কর্মকান্ডটি কিছুটা শিথিল হয়ে পড়ায় সুযোগ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যার কঠোর অবস্থানের নির্দেশনা দিয়েছেন। সরকারি স্বার্থ রক্ষায় প্রশাসন বদ্ধ পরিকর এবং এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, এ কর্মকাণ্ডটি আমাদের ধারাবাহিক কাজের একটি অংশ। তবে এ কর্মকাণ্ডটিকে আরও গতিশীল করার লক্ষ্যেই আমাদের এই ক্রাশ প্রোগ্রাম যেটি ফরিদপুরের প্রতিটা উপজেলাতেই গুরুত্বের সাথে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়ে হয়েছে এবং সেটি আমাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ সংশ্লিষ্ট কতৃপক্ষকে সাথে নিয়ে বাস্তবায়ন করছে, এবং এই ক্রাশ পোগ্রাম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *