বিশেষ প্রতিবেদক। ফরিদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা আলীপুরে (গোলপুকুর ড্রিম মার্কেটের পাশে) উদ্বোধন করা হয়েছে ইলেকট্রনিক্স পণ্যের পসরা নিয়ে সাজানো স্বনামধন্য প্রতিষ্ঠান ‘চামেলী ই-জোন’র শো রুম। শনিবার দুপুরে ফিতা ও কেক কেটে শো রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবি, চিকিৎসক, সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। চামেলী ই-জোনের স্বত্তাধীকারী সঞ্জয় সাহা জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠান ‘চামেলী ই-জোন’ সুনামের সাথে ব্যবসা করে আসছে। ফরিদপুরের অন্যতম ব্যবসা কেন্দ্র কানাইপুর বাজারে তাদের একাধিক শো রুম রয়েছে। তার শো রুমে দেশী ও বিদেশী নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। কানাইপুর বাজারে শো রুমের পাশাপাশি ফরিদপুর শহরে নতুন একটি শো রুমের উদ্বোধন করা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে শহরবাসীকে আরো অধিকতর সেবা দেবার জন্যই নতুন শো রুমের যাত্রা শুরু করা হয়েছে। নতুন শো রুমের উদ্বোধন উপলক্ষে সব ধরনের ইলেকট্রক্সি পণ্যের উপর ২৫ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়। যা চলে দুইদিন। উদ্বোধনের পর নতুন শো রুমে ফ্রিজ, টিভি, এয়ারকুলারসহ বিভিন্ন পণ্য দেখতে ভীড় করেন ক্রেতারা। ানেকেই তাদের পছন্দের পন্যটি কেনেন এ শো রুম থেকে।
আরও পড়ুন...
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
সোহাগ জামান। বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বৃক্ষরোপন করা হয়েছে। আজ …
ফরিদপুরে এফএনবি’র সভাপতি আশরাফুল হাসান-সম্পাদক সাব্বির
কামরুজ্জামান সোহেল। এনজিও ফেডারেশন বাংলাদেশ (এফএনবি) ফরিদপুর জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের …