15 Agrohayon 1428 বঙ্গাব্দ সোমবার ২৯ নভেম্বর ২০২১
Home » ফরিদপুরের সংবাদ » সদরপুর » গৃহহীন মান্নান শিকদারের পাশে সদরপুর প্রবাসি কল্যাণ সংস্থা

গৃহহীন মান্নান শিকদারের পাশে সদরপুর প্রবাসি কল্যাণ সংস্থা

প্রভাত কুমার সাহা, সদরপুর
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সুইচ গেট পাড় গ্রামের অসহায় দরিদ্র ও গৃহহীন মান্নান শিকদারকে নতুন ঘর তৈরী করে দেওয়া হয়েছে। শুক্রবার সদরপুর প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে মান্নান শিকদারকে নতুন ঘরটি তুলে দিয়ে মাথা গোজার ঠাই করে দেওয়া হয়।
গত ২৭ নভেম্বর মান্নান শিকদারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তার বসতঘরসহ সব কয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ উক্ত পরিবারটি পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাবন করছিলেন। এদৃশ্যটি দেখে এগিয়ে আসেন সদরপুরের প্রবাসী কল্যান সংস্থা। তারা একটি শান্তি ঠিকানা আর স্বপ্নের ঘর নির্মান করে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য বৃন্দ।
নতুন ঘর পেয়ে মান্নান শিকদারের পরিবার সদরপুর প্রবাসি কল্যান সংস্থাকে মানবেতর কাজ করায় কৃতজ্ঞা প্রকাশ করে।

আরও পড়ুন...

সদরপুরে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

প্রভাত কুমার সাহা, সদরপুর। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আওয়ামীলীগের …

সদরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রভাত কুমার সাহা, সদরপুর। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সমবায় সমিতির আয়োজনে গতকাল শনিবার সকালে …