10 Magh 1427 বঙ্গাব্দ রবিবার ২৪ জানুয়ারী ২০২১
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » রাজেন্দ্র কলেজের ৮২’ ব্যাচের শিক্ষার্থীদের মাক্স বিতরন

রাজেন্দ্র কলেজের ৮২’ ব্যাচের শিক্ষার্থীদের মাক্স বিতরন

কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে মাক্স বিতরণ করেছে সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি ১৯৮২ সালের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের সামনের সড়কে দাঁড়িয়ে এ মাক্স বিতরণ করা হয়।
পথচারী এবং বিভিন্ন যানবাহনে চলাচলকারী ব্যাক্তিবর্গ ও চালক যাদের মুখে মাক্স ছিল না তাদের এ মাক্স পড়িয়ে দেওয়া হয়।
এ কার্যক্রম উদ্বোধন করেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মোশার্রফ আলী। এ সময় ওই কলেজের উপাধ্যক্ষ যিনি ১৯৮২ সালে ওই কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন অসীম কুমার সাহা, কলেজের শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
৮২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ডা. মিস্ বাহুল হক, ডা. মৃত্যুঞ্জয় সাহা, ডা. প্রদ্যুৎ কুমার সাহা, প্রকৌশলী ইকবাল কবির, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, জেলা প্রশাসকের কার্যালয়ের এম এ কুদ্দুস, স্বাস্থ্য পরিদর্শক অখিল কুমার রায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ সাহা প্রমুখ।
’৮২ ব্যাচের শিক্ষার্থী এবিসি রিয়েল স্টেটের প্রকৌশলী শ্যমাল কুমার সাহা জানান, যে মাক্সগুলি বিতরণ করা হয়েছে সেগুলি উন্নতমানের। এগুলি বুয়েটের এলামনাই এসোসিয়েশনের কাছ থেকে পাওয়া। তিনি বলেন, আগামীতে পর্যায়ক্রমে ফরিদপুরে ’৮২ ব্যাচের উদ্যোগে আরও মাক্স বিতরণ করা হবে।

আরও পড়ুন...

ফরিদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কামরুজ্জামান সোহেল। দীর্ঘদিন পরে হলেও পরিবেশের জন্য ক্ষতিকর, অবৈধ এবং লাইসেন্স বিহিন ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি …

ফরিদপুরের চরাঞ্চলের মানুষের মাঝে শীতবস্ত্র দিলো এফডিএ

কামরুজ্জামান সোহেল। প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের সদর উপজেলার অসহায় হতদরিদ্র ৫ শতাধিক ব্যক্তির মাঝে …