বিশেষ প্রতিবেদক।
ফরিদপুরের ভাঙ্গা বাজারের সরকারী খাস জমিতে দোকান বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান ও এসিল্যান্ড আল আমিন মিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনারা দোকান বরাদ্দ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেই প্রমান আমার কাছে আছে। এখনো সময় আছে দোকান বরাদ্দ বাতিল করেন। নইলে আপনাদের পরিনাম ভালো হবে না। দুর্নীতি করে পার পাওয়া যাবেনা। তিনি আরো বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে দোকান বরাদ্দ বাতিল করতে হবে। যদি তা না করা হয় তাহলে ১১ জানুয়ারি ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিনাঞ্চল অচল করে দেওয়া হবে। তাছাড়া ভাঙ্গা পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় একটি পত্রিকার নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বর্ণিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মুন্সী।
আরও পড়ুন...
জাতীয় প্রেস ক্লাবে ফরিদা সভাপতি, ইলিয়াস সম্পাদক
স্টাফ রিপোর্টার। জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। …
ইউএনও-এসিল্যান্ডের অপসারনের দাবীতে উত্তাল ভাঙ্গা, মহাসড়ক অবরোধ
কামরুজ্জামান সোহেল। ফরিদপুরের ভাঙ্গায় দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ইউএনও রাকিবুর রহমান …