7 Kartrik 1427 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাঘর

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাঘর

কন্ঠ রিপোর্ট
ফরিদপুরে শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলা ঘর ফরিদপুর শাখার নেতৃবৃন্দ। শুক্রবার সকালে খেলাঘর ফরিদপুর শাখার আয়োজনে খেলাঘর জেলা কার্যালয়েল সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খেলাঘর ফরিদপুর শাখার সভাপতি আলতাফ মাহমুদ, অধ্যাপক রিজভী জামান, কাজী আলী আহসান কল্লোল, উত্তম দত্ত, আলেয়া হক, রুবিয়া মিল্লাত, আক্তারী জাহান ববি, বৈশাখী চক্রবর্তী, চৌধুরী ইকবাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন...

শোলাকুন্ডু কেরামতিয়া মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

কন্ঠ রিপোর্ট # ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তাম্বুল খানায় অবস্থিত শোলাকুন্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসায় …

সাংবাদিকদের নিয়ে মোবিলাইজেশন সভা

সুজাউজ্জামান জুয়েল। নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহন বিষয়ক …