10 Kartrik 1427 বঙ্গাব্দ সোমবার ২৬ অক্টোবর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » বোয়ালমারী » বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বোয়ালমারী প্রতিনিধি #
ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মরণঘাতি বাস দু’টিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর মুসলিম মিশনের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী খাতেমা খানম (৬) রাস্তা পারাপার হওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে পাশ্ববর্তী তার মামা বাড়ি যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। ফাতেমা সৈয়দপুর গ্রামের কামাল হোসেন ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন বেগমের সন্তান।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর নামক স্থাকে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও মোটরসাইকেল আরোহী অপর যুবক মারাত্মক আহত হয়েছে।
নিহত যুবকের নাম মো. শামীম মিয়া (২৩)। সে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। একই গ্রামের আহত আশিক (১৯) নামে অপর যুবক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে শামীম ও আশিক মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন...

বোয়ালমারীতে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার, মহিলাসহ আটক ৪

বোয়ালমারী প্রতিনিধি # ফরিদপুরের বোয়ালমারীতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমানের নেতৃত্বে এক বিশেষ …

বোয়ালমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

বোয়ালমারী প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে …