10 Kartrik 1427 বঙ্গাব্দ সোমবার ২৬ অক্টোবর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ভাঙ্গা » নগরকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নগরকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সোহাগ জামান।
ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে মৃত হওয়া ওই দুই ভাই হল দ্বীন ইসলাম (৭) ও আরাফাত ইসলাম (৫)। এরা ওই গ্রামের বাসিন্দা কৃষক আশরাফ ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে একটি পুকুরে গোছল করতে যায়। পুকুরে নেমে ছোট ভাই আরাফত গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই দ্বীন ইসলামও ওই পুকরে তলিয়ে যায়। পরে এলাকাবাসী দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাই ভাইকে মৃত বলে ঘোষণা করেন।
চরযশোরদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. আরিফুর রহমান বলেন, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই পানিতে ডুবে মারা যান। তিনি বলেন, কৃষক আশরাফ ব্যাপারীর আর কোন সন্তান নেই। দুই ভায়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন...

ভাঙ্গায় আওয়ামীলীগ নেতার স্ত্রী’র ইন্তেকাল

সাইফুল্লাহ শামীম, ভাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বনিক …

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় শাশুড়ী পুত্রবধূ সহ নিহত-২

সাইফুল্লাহ শামীম, ভাঙ্গা।  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় শাশুড়ী পত্রবধূ …