7 Kartrik 1427 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » নিন্মআয়ের ১১০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএফএফ

নিন্মআয়ের ১১০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএফএফ

কন্ঠ রিপোর্ট।
ফরিদপুর এএলআরডির সহযোগীতায় করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ম আয়ের ১১০টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)।
শনিবার সকালে শহরের আলীপুরস্থ বিএফএফ এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহয়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির। এসময় উপস্থিত ছিলেন বিএফএফ এর নির্বাহী কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, পিডাব্লিউও’র পরিচালক মোঃ হাফিজুর রহমান মন্ডল। খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ টি সাবান ও ৪টি মাস্ক প্রদান করা হয়। বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির জানান, করোনা পরিস্থিতি এবং বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের সাহায্যের জন্য এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে এ সহায়তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন...

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাঘর

কন্ঠ রিপোর্ট ফরিদপুরে শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলা …

শোলাকুন্ডু কেরামতিয়া মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

কন্ঠ রিপোর্ট # ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তাম্বুল খানায় অবস্থিত শোলাকুন্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসায় …