8 Ashin 1427 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » নগরকান্দা » সালথায় স্ত্রীর মাথায় চুল কেটে দিলেন স্বামী

সালথায় স্ত্রীর মাথায় চুল কেটে দিলেন স্বামী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি #
ফরিদপুরের সালথায় স্বামী কর্তৃক স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ আগস্ট উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।  এসময় স্ত্রীকে মারপিট করে আহত করে। বর্তমানে সে নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, উপজেলার ফুকরা গ্রামের মওলা মাতুব্বর এর ছেলে শাহআলম মাতুব্বরের সাথে তিন বছর পূর্বে  মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের রিজাউল মাতুব্বরের মেয়ে রিশানা আক্তারের সামাজিক ভাবে বিবাহ হয়। বর্তমানে তাদের নয় মাসের কন্যা সন্তান রয়েছে।
রিজাউল মাতুব্বর বলেন, বিয়ের পর থেকেই মেয়ের শশুর বাড়ীর লোকজন যৌতুক দাবী করে আসছিল। মাঝে মধ্যে মেয়েকে মারপিট করতো। ঘটনার দিন আমার মেয়েকে মারপিট করে আহত করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।
রিশানা বলেন, গরুর খাবার দেওয়া একটু দেরি হওয়ায় আমার শশুর, শাশুড়ী, দেবর, ননদ,স্বামী মিলে আমার হাত, পা, চোখ বেধেঁ এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আমার মাথার চুল কেটে দেয়। স্বামী শাহ আলম পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শ্বশুর মওলা মাতুব্বর বলেন,এই ঘটনায় আমরা কেউ জড়িত নই। ওরা স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া করে। পরে শাহ আলম বউয়ের মাথার চুল কেটে দিয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এ বিষয়টি আমরা জানতে পারি নেই। আমরা এবিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

আরও পড়ুন...

নগরকান্দায় শোক র‍্যালি ও দোয়া মাহফিল

নগরকান্দা প্রতিনিধি # জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে …

বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষন, আটক-২

সালথা প্রতিনিধি। ফরিদপরের সালথায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক তরুনীকে ধর্ষনের অভিযোগ পাওয়া …