8 Ashin 1427 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » নগরকান্দা » সালথায় পুলিশ অ্যাসল্ট মামলায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

সালথায় পুলিশ অ্যাসল্ট মামলায় দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি #
ফ‌রিদপু‌রের সালথ‌ায় পুলিশ অ্যাসল্ট মামলার পলাতক আসামী ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম মাতুব্বার (৪৫) কে দেশীয় অস্ত্রসহ আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউনিয়‌নের কুমারপ‌ট্টি গ্রা‌মের মোঃ র‌ফিকুল ইসলাম ওর‌ফে র‌ফিক মাতুব্বরের ছেলে ও মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পু‌লিশ সু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ এর নেতৃ‌ত্বে , এস আই শ‌হিদুল ইসলাম ও এস আই মোস্তফা কামালসহ সালথা থানা পু‌লি‌শের এক‌টি টিম মঙ্গলবার দিবাগত রা‌তে ফরিদপুর শহরে অ‌ভিযান চা‌লি‌য়ে শাহআলম মাতুব্বরকে আটক করা হ‌য়ে‌ছে। এসময় জিজ্ঞাসাবা‌দে তার বাড়িতে মজুদকৃত দেশীয় অস্ত্র ২ টি ছোড়া ১ টি রামদা ও ১০ টি সড়‌কি উদ্ধার করা হ‌য়ে‌ছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ব‌লেন, ধৃত আসামী শাহ‌ আল‌মকে বুধবার বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হয়েছে । শা‌ন্তি শৃংঙ্খলা রক্ষায় যে কোন অপরাধ দমনে আমা‌দের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

আরও পড়ুন...

সালথায় স্ত্রীর মাথায় চুল কেটে দিলেন স্বামী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি # ফরিদপুরের সালথায় স্বামী কর্তৃক স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া …

নগরকান্দায় শোক র‍্যালি ও দোয়া মাহফিল

নগরকান্দা প্রতিনিধি # জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে …