সোহাগ জামান। ফরিদপুরে বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। বুধবার (২২জুলাই) দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ, সাদিপুর ও ভাজনডাঙ্গাএলাকার বানভাসি অসহায় ৬ শতাধিক পরিবারের মাঝে যুবলীগনেতা ও ইয়াসিন কলেজের সাবেক জিএস জাবির শফির দিনারের ব্যক্তিগত উদ্দোগে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। মানবিক সহায়তা বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কোতয়ালী আওমীলীগের সাবেক সাধারন সম্পাদক অমিতাভ বোস, শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, আলিয়াবাদ ইউনিয়নের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস,থানা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহিন মোল্ল্যা রিংকু, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, আলিয়াবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, যুবনেতা মোঃ জাহাঙ্গীর প্রমুখ।
খাবার বিতরনকালে এসময় ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কোতয়ালী আওমীলীগের সাবেক সাধারন সম্পাদক অমিতাভ বোস বলেন, মানবিক দৃষ্টিতে আমরা বানভাসি মানুষের পাশে এসে দাড়িয়েছি। কোন রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে নয়।অসহায় মানুষের পাশে দাড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব।
যুবলীগ কর্মী জাবির শফি দিনার বলেন, একজন মানুষ হয়ে মানুষের বিপদে পাশে এসে দাড়িয়েছি। বানভাসি মানুষেরা বর্তমানে অনেক অসহায় ভাবে জীবন যাপন করছে।তাই আমি আমার সামর্থ অনুযায়ী ব্যক্তিগত উদ্দ্যোগে বন্যার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেয়ার চেষ্টা করেছি।