30 Ashar 1427 বঙ্গাব্দ মঙ্গলবার ১৪ জুলাই ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে মসজিদের ইমামদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

ফরিদপুরে মসজিদের ইমামদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

সুমন ইসলাম #
ফরিদপুর সদর উপজেলার ৮ শতাধিক মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বুধবার সকালে শহরের বদরপুরস্থ আফসানা মঞ্জিলে ইমাম ও মোয়জ্জিনদের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুম রেজার সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বরকত ইবনে সালাম, যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ আওয়মী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফরিদপুর সদর উপজেলার ৮১৫ টি মসজিদের ইমামদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন...

ফরিদপুরে ‘সাদ পরিবহন’ চলাচলে বাঁধা প্রদানের অভিযোগ

বিশেষ প্রতিবেদক। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের মালিকানাধীন সাদ …

ফরিদপুরে একদিনে নতুন করে আরো ৮৯ জনের করোনা সনাক্ত

সোহাগ জামান। ফরিদপুরে নতুন করো আজও ৮৯জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় …