30 Ashar 1427 বঙ্গাব্দ মঙ্গলবার ১৪ জুলাই ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে সর্বমোট ৩৩৫ জন করোনায় আক্রান্ত

ফরিদপুরে সর্বমোট ৩৩৫ জন করোনায় আক্রান্ত

সোহাগ জামান।
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীসহ আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৫ জন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরে নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ১১, ফরিদপুর সদরে ৯, সদরপুরে ৩, মধুখালী ও নগরকান্দায় ২ জন করে এবং সালথা, চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ১ জন করে। ফরিদপুর সদর উপজেলায় যে ৯জন আক্রান্ত হয়েছে সে এলাকা গুলো হলো, হাবেলী গোপালপুরে ১ জন, বাখুন্ডায় ৩ জন, কোমরপুরে ১ জন, চাদপুরে ১ জন, মাচ্চরে ১ জন, ইশান গোপালপুরে ১ জন, দুর্গাপুরে ১ জন।
ফরিদপুরের সালথায় করোনা শনাক্ত হয়েছে৪৭ বছর বয়সী দমকল বাহিনীর এক কর্মীর। অপরদিকে ভাঙ্গায় ৩৬ বছল বয়সী এক পুলিশ কনস্টেবলের করোভবাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ১০ থেকে ২০ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৭ জন এবং ৬০ বছরের উর্ধে রয়েছে ২ জন।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে মঙ্গলবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৬১ জনের। এর মধ্যে ফরিদপুরের ৩০, গোপালগঞ্জে ২৭ জন ও মাদারীপুরের ৪ জন।
মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৩৩৫ জনের মধ্যে ফরিদপুর সদরে ৮৮ জন, ভাঙ্গায় ৭২, বোয়ালমারীতে ৫৩, নগরকান্দায় ৩২, চরভদ্রাসনে ৩০, আলফাডাঙ্গায় ২৭, সদরপুরে ১৫, মধুখালীতে ১১ এবং সালথায় ৭ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, সালথা, মধুখালী, নগরকান্দা ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন...

ফরিদপুরে ‘সাদ পরিবহন’ চলাচলে বাঁধা প্রদানের অভিযোগ

বিশেষ প্রতিবেদক। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের মালিকানাধীন সাদ …

ফরিদপুরে একদিনে নতুন করে আরো ৮৯ জনের করোনা সনাক্ত

সোহাগ জামান। ফরিদপুরে নতুন করো আজও ৮৯জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় …