24 Srabon 1427 বঙ্গাব্দ শনিবার ৮ অগাস্ট ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত

ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত

ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে বুধবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪৩ জন করোনা রোগী সনাক্ত হলো।
বুধবার যে ব্যাক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিনি আলফাডাঙ্গা সদর উপজেরার বাসিন্দা। তার বয়স ৪০ বছর। তিনি নারায়গঞ্জে একটি কার্গোতে চাকুরি করেন। গত মঙ্গলবার তিনি আলপাডাঙ্গায় এলে তার নমুনা সংগ্রহ করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে বুধবার নতুন করে একজনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এই ৪৩ জনের মধ্যে বোয়ালমারীতে ১৭, ফরিদপুর সদরে ৮, নগরকান্দায় ৬, ভাঙ্গা ও আলফাডাঙ্গায় ৩জন করে, চরভদ্রাসন, সদরপুর ও মধুখালীতে ২ জন করে।
ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে জানা গেছে, বুধবার এ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৯২ এবং গোপালগঞ্জের ৬৯ জন । গতকাল ফরিদপুরের একজন ও গোপালগঞ্জে তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে সাতজন সুস্থ হয়েছেন। এর মধ্যে নগরকান্দার ৪ এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও ভাঙ্গায় ১ জন করে রয়েছেন।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, আলফাডাঙ্গা সদরের অবস্থি ওই বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন...

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান, যুবলীগের আহবায়ক মোঃ মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে …

দুর্নীতি বিরোধী অভিযান ফরিদপুর স্টাইল – তালিকায় অর্ধশতাধিক নেতা

কামরুজ্জামান সোহেল # ফরিদপুরে আওয়ামী লীগে দুর্নীতি বিরোধ শুদ্ধি অভিযানে একের পর এক ধরা পড়ছে …