24 Srabon 1427 বঙ্গাব্দ শনিবার ৮ অগাস্ট ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে স্বাসকষ্টের উপসর্গ নিয়ে আইসলোসনে থাকা ব্যক্তির মৃত্যু

ফরিদপুরে স্বাসকষ্টের উপসর্গ নিয়ে আইসলোসনে থাকা ব্যক্তির মৃত্যু

সোহাগ জামান #
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাসকষ্ট উপসর্গ নিয়ে আইসলোসনে থাকা আবু সেক (৭০) নামের এক ব্যক্তি মারা গেছে। সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। আবু সেক জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চর মুরাদিয়া গ্রামের বাসিন্দা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ সাইফুর রহমান জানান, গত ৪ এপ্রিল স্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনী সমস্যায়ও ভুগছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রবিবার আইসলোসনে রাখা হয়েছিল। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান, যুবলীগের আহবায়ক মোঃ মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে …

দুর্নীতি বিরোধী অভিযান ফরিদপুর স্টাইল – তালিকায় অর্ধশতাধিক নেতা

কামরুজ্জামান সোহেল # ফরিদপুরে আওয়ামী লীগে দুর্নীতি বিরোধ শুদ্ধি অভিযানে একের পর এক ধরা পড়ছে …