23 Joishtho 1427 বঙ্গাব্দ রবিবার ৭ জুন ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » চরভদ্রাশন » চরভদ্রাসনে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের জনকল্যানকর কর্মসূচী

চরভদ্রাসনে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের জনকল্যানকর কর্মসূচী

চরভদ্রাসন প্রতিনিধি #
ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী জনকল্যানকর নানা কর্মসুচী পালিত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: মোহসিন বেগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
দিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই,কবিতা আবৃত্তি,মাদক ও বাংলাদেশ বিষয়ে বক্তৃতা প্রতিযোগীতা,ফ্রি আই সাইট টেষ্ট এরুপ নানা জনকল্যান কর কর্মসূচী পালন করা হয়।এছাড়া উপজেলার ১৫ টি বিদ্যালয়ের ১৮০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইলিয়াস বেগ নান্নু জানান তার পিতা প্রয়াত মান্নান বেগ এর নির্দেশক্রমে ১৯৯০ সন হতে নিজস্ব অর্থায়নে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশন।

আরও পড়ুন...

চরভদ্রাসনে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই, অন্তসত্ত্বা মহিলাসহ আহত-২

চরভদ্রাসন প্রতিনিধি # ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের খালাসী ডাঙ্গী গ্রামে অগ্নিকান্ডে তিনটি দোচালা টিনের ঘর …

চরভদ্রাসন উপজেলা নির্বাচন- আতংক আর ভীতির মধ্যদিয়েই চলছে প্রচারনা

বিশেষ প্রতিবেদক # করোনা ভাইরাসের আতংকের মধ্যদিয়েই চলছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে উপ নির্বাচনের …