4 Magh 1426 বঙ্গাব্দ শনিবার ১৮ জানুয়ারী ২০২০
Home » ফরিদপুরের সংবাদ » ফরিদপুর সদর » ফরিদপুরে ৫ শতাধিক পরিবারকে লেপ দিলো এফডিএ

ফরিদপুরে ৫ শতাধিক পরিবারকে লেপ দিলো এফডিএ

সোহাগ জামান #
ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত অসহায় দরিদ্রদের মাঝে লেপ বিতরন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র আয়োজনে সোমবার সকালে সংস্থাটির কার্যালয় থেকে এ শীতবস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা। এফডিএ’র পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়্যাল ট্রাষ্ট ব্যাংকের ম্যানেজার কবির হোসেন, বিএফএফএ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, এসডিসির পরিচালক কাজী আশরাফুল ইসলাম, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙ্গন কবলিত অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে সাড়ে ৬ লাখ টাকার লেপ বিতরন করা হয়।

আরও পড়ুন...

ফরিদপুর কুমার নদ থেকে বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার

সোহাগ জামান # ফরিদপুর শহরে কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে …

ফরিদপুরে রোগীর মৃত্যু হয়েছে ভুল চিকিৎসায় অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

কন্ঠ রিপোর্ট # ফরিদপুরে ‘রোগীর মৃত্যু হয়েছে ভুল চিকিৎসায়’-এ অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা মামলা …