21 Chaitro 1426 বঙ্গাব্দ শনিবার ৪ এপ্রিল ২০২০
Home » জাতীয় » রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত পোশাক শ্রমিকরা

রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত পোশাক শ্রমিকরা

ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মহাখালী সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

এর আগে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এক নারী পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হন। এর আগে সকাল থেকে তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে পোশাক কারখানা বন্ধের ও বকেয়া পরিশোধের দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে। অনিবার্য কারণ ছাড়া অবৈধভাবে কর্মী ছাটাই এবং ঠিকভাবে বেতন না দেয়ায় নাসা গ্রুপের গার্মেন্টসের সামনে জড়ো হয় শ্রমিকরা। তাদের দাবি মালিকপক্ষ কোন কারণ ছাড়াই আট-দশ বছর ধরে কাজ করে যাওয়া কর্মীদের ছাটাই করছেন। যদি তাদের ছাটাই করতেই হয় তবে যেন তাদের পাওনা সকল সুবিধাদি পরিশোধ করা হয়।

যদিও মালিকপক্ষের দাবি, গার্মেন্টস বন্ধ করে দেয়ার জন্যই এই উদ্যোগ। কিন্তু কর্মীরা না মানায় পুলিশের লাঠিচার্জে এখন পর্যন্ত চার জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল বুধবার সন্ধা থেকেই নাসা গ্রুপের গার্মেন্টসের সামনে জড়ো হয় পোশাক শ্রমিকরা।

আরও পড়ুন...

দেশে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ ডব্লিউএইচও’র, বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। আজ শনিবার দুপুরে …

দেশে আরও তিন করোনা রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত …