নতজানু এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার (০৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রিজভী আরো বলেন, সরকার শুধু, বিরোধী দল দমনে ব্যস্ত। কিন্তু যারা দেশের সার্বোভৌত্বকে নষ্ট করতে চাচ্ছে শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকতে সরকার তাদের বিষয়ে নির্বিকার।