28 Agrohayon 1426 বঙ্গাব্দ শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯
Home » অপরাধ » গাজা গাছের বাগানসহ এক মাদক ব্যাবসায়ী আটক

গাজা গাছের বাগানসহ এক মাদক ব্যাবসায়ী আটক

সোহাগ জামান #
ফরিদপুর জেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকা থেকে গাজা গাছের বাগানসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।
র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভাষানচর এলাকায় রবিবার ভোর ৪টার সময় অভিযান চালিয়ে শতাধিক গাজা গাছ উদ্ধার করা হয়। এসময় বাগানের মালিক জিলান সরর্দারকে আটক করা হয়। আটককৃত জিলান সরর্দার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাজার বাগান করে আসছিল। বাগান থেকে আটককৃত গাজার আনুমানিক বাজার মুল্য ২ থেকে ৩ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। আটককৃত গাজা গাছসহ মাদকব্যাবসায়ীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন...

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল ও ক্লাব সদস্য সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে মিথ্যা ও …

ফরিদপুরে এনজিও নেত্রীর ২ বছরের কারাদন্ড

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা অর্থ আতœসাত মামলায় ফরিদা ইয়াসমিন নামের এনজিও নারী …