ষ্টাফ রিপোর্টার
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল শহরের গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের অন্যতম হোতা লিপসন ইসলাম কলিন্স (১৬) কে আটক করেছে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ডিভাইস জব্দ করা হয়। রবিবার গভীর রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, শহরের গুহ লক্ষীপুর এলাকায় জনৈক সাফায়েত তালুকদারের ছেলে লিপসন ইসলাম কলিন্স অনলাইনে বেশ কয়েকটি পেইজ চালু করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের মাধ্যমে বিক্রি করছে। ইতোমধ্যে সে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়ে লিপসন ইসলাম কলিন্সকে আটক করা হয়। র্যাব জানায়, কলিন্স একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। জিজ্ঞাসাবাদে সে প্রতারনার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার কথা স্বীকার করেছে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন...
ফরিদপুরে প্রেমিকার দখল নিয়ে বিরোধে খুন হন রাজু
বিশেষ প্রতিবেদক। ফরিদপুরের মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের অরুনা রানী সাহার পুত্র রাজু সাহা (২৪) …
জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন
বিশেষ প্রতিবেদক। জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঢাকার …