1 Poush 1426 বঙ্গাব্দ রবিবার ১৫ ডিসেম্বর ২০১৯
Home » মিডিয়া » ফরিদপুরে সংবাদপত্র হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফরিদপুরে সংবাদপত্র হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার #
ফরিদপুরে সংবাদপত্র হকার্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মো. আলমগীর হোসেন সভাপতি এবং মো. রকিবুল ইসলাম রণি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেলে শহরের আলীপুর মোড় এলাকার সংবাদপত্র বিক্রয় কেন্দ্র বই বিচিত্রায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নয় সদস্য বিশিষ্ট ফরিদপুর সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচিত অপর সদস্যরা হলেন, মো. সহিদ (সহ-সভাপতি),সুমন ইসলাম (সহ-সাধারণসম্পাদক), শেখ বাবলু (অর্থ সম্পাদক), মো. নূরুলইসলাম (প্রচার সম্পাদক)।
এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো.মানোয়ার হোসেন, মো. বাবুল ও মো. নাজমুল হাসান।
এ নির্বাচনে ওই সমিতির ৪৭ সদস্যসের মধ্যে সকলেই ভোট প্রদানকরেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মজিবর রহমান এবং মো. আজিজুর রহমান। নির্বাচন শেষে সাংবাদিকদের পক্ষে বিজয়ী সভাপতি ও সাধারন সম্পাদক কে ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানান ফরিদপুর প্রেসক্লাবের কালচারাল সেক্রেটারী মাহবুব হোসেন পিয়াল।

আরও পড়ুন...

মধুখালীতে র‌্যালী ও আলোচলা সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি # ‘‘প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠনের লক্ষ্যে” গঠিত রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর …

শীঘ্রই আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে WMTV

Next Generation Voice এ শ্লোগান নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে WMTV. এটি মূলত: আইপি …