30 Srabon 1429 বঙ্গাব্দ রবিবার ১৪ অগাস্ট ২০২২
Home » রাজনীতি » মনোনয়ন ফিরে পেতে খালেদার রিটের আদেশ কাল

মনোনয়ন ফিরে পেতে খালেদার রিটের আদেশ কাল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত রায় দেবেন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা তা কাল জানা যাবে।

আজ সোমবার এ বিষয়ে শুনানি শেষ হয়। পরে বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য কাল দিন ঠিক করেন।

আদালতে এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গতকাল রবিবার ফেনী ১, বগুড়া ৬ ও ৭ আসনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রিট দায়ের হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়া বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।

আরও পড়ুন...

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সম্পাদক ইশতিয়াক আরিফ

কামরুজ্জামান সোহেল। ফরিদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে …

আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ভোলা মাস্টারের বিশাল শো-ডাউন

বিশেষ প্রতিবেদক। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ সম্মেলনকে সামনে …