ষ্টাফ রিপোর্টার # ফরিদপুরে চলমান মাদক বিরোধী অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১৬৯ পিস ইয়াবা, ২৫ বোতল ফেনসিডিল, ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান মাদক বিরোধী অভিযানে থানা পুলিশ ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ১৩ জন, সিআর মামলায় ১৬ জন, মাদক মামলায় ৯জন, নিয়মিত মামলায় ৫ জন এবং সাজাপ্রাপ্ত ৭ আসামী রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান জানান, মাদক বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন...
ফরিদপুর সদর উপজেলায় ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ইসরাত জামান # ফরিদপুরের নয়টি উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়েছে আজ বুধবার। প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় …
রাজবাড়ীতে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
রাজবাড়ী জেলার পৌর এলাকার একটি বাড়ী থেকে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পত্তিকে আটক করেছে মাদক …