সোহাগ জামান।
ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ঝিলটুলী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিন ঝিলটুলী ক্লাব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র অমিতাব বোস, যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ জামান সজিব, ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন দক্ষিন ঝিলটুলী ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। আলোচনা সভায় যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
