সালথা সংবাদদাতা।
মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় শিশুদের মাঝে “ছোটদের খোকা থেকে বঙ্গবন্ধু” নামক বই বিতরণ করা হয়েছে। সালথা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান মোল্যার উদ্যেগে শুক্রবার বিকাল ৫টায় উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর বাজারে সৈয়দা সাজেদা চৌধুরী পাঠাগারের সামনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, ইউপি সদস্য সেলিম খান প্রমূখ। এসময় এক হাজার শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।
