সালথা সংবাদদাতা ।
ফরিদপুরের সালথায় কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা প্রেক্ষিত শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা রিসডা ইনষ্টিটিউট সম্মেলন কক্ষে রিসডা ইনষ্টিটিউট অফ টেকনোলজির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা রিসডা ইনষ্টিটিউট অফ টেকনোলজির প্রিন্সিপাল ডা. ইঞ্জিনিয়ার এটিএম হাবিবুল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, রিসডা বাংলাদেশের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।