কন্ঠ রিপোর্ট।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সোমবার বেলা ১২টার দিকে নর্থচ্যানেল ইউনিয়নের কামারডাঙ্গি গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুস সালাম চেয়ারম্যানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বাদ মাগরিব কামারডাঙ্গি গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় তার নামাজে জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে কামারডাঙ্গি কবরস্থানে দাফন করা হয়েছে। আব্দুস সালামের মৃত্যুতে বিভিন্ন সংগঠনসহ শ্রেনী পেশার মানুষ শোকপ্রকাশ করেছেন।
