প্রভাত কুমার সাহা, সদরপুর (ফরিদপুর) #
বেতন বৈষম্য নিরসনে ১১ তম গ্রেডের দাবীতে ফরিদপুরের সদরপুরে প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন শহিদুল ইসলাম, মোঃ তৌহিদুর ইসলাম, মুহাম্মদ ফজলুল হক, তোফাজ্জেল হোসেন, মোঃ ফাইজুল রহমান। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
