প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুরে নিখোঁজ হওয়া সুজন বেপারী (৩০) কে দীর্ঘ এক মাস ১৮দিন পর সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের নেতৃত্বে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগীতায় কক্সবাজার একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর আজ শুক্রবার দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে সদরপুর থানা পুলিশ। এব্যাপারে সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি বলেন, ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিষয়টি নজরে নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারিরহাট গ্রামের সাহেদ আলীর মেয়েকে কৃষ্ণপুর ইউনিয়নে চরকৃষ্ণপুর গ্রামের বাদশা বেপারীর ছেলে কাবিন মূলে সুজন চার বছর পূর্বে বিয়ে করে। বিয়ের একমাস পর সুজন প্রবাসে চলে যায়। দীর্ঘ সাড়ে তিন বছর থাকার পর সুজন দেশে ফিরে আসলে তার স্ত্রী তাকে মর্যাদা না দেওয়া স্ত্রীর সাথে অভিমান করে আতœগোপন করে। এ ব্যাপারে সুজনের স্ত্রী নিপা আক্তার সদরপুর থানায় একটি সাধারন ডায়রী করে।