প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় উপজেলা স্মৃতিসৌধে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পুষ্পমাল্য অর্পন করে। পুষ্পমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপজেলা ষ্টেডিয়াম মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মার্চপাষ্ট ও ডিসপ্লে শুরু হয়। দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ সভাপতিত্বে আলোচানা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান, থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।