কন্ঠ রিপোর্ট।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকধারার পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং মাস্ক বিতরণ করা হবে। আগামী ২১ শে ফেব্রুয়ারি (সোমবার) সদরপুর উপজেলার বাবুরচর বাজারে সকাল ৯ টা থেকে এই কার্যক্রম শুরু হবে।
আলোকধারা বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সচেতনতামূলক এবং সমাজ সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং কার্ড বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি করোনা মোকাবেলায় সচেতনতা এবং মাস্ক বিতরণ করার কর্মসূচি নেয়া হয়েছে।