ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল গাজী (৩১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৈলডুবি এলাকায় মোকছেদ ফকিরের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
জিয়াউল গাজী একজন শ্রমিক। তিনি গোয়ালন্দ-তাড়াইল সড়কের সংস্কার কাজের সাথে যুক্ত ছিলেন। জিয়ারুল খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা কোহিনূর গাজীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, জিয়াউল রান্নার কাঠ সংগ্রহ করার জন্য সড়কের পাশে উঁচু মাটির ঢিপির উপর দাঁড়িয়ে বাশ দিয়ে সড়কের পাশের গাছ থেকে মরা ডাল সংগ্রহ করছিল। এক পর্যায়ে বাঁশটি সড়কের পাশের বিদ্যুতের তারে ছুইয়ে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জিয়াউল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
