প্রভাত কুমার সাহা, সদরপুর # ফরিদপুরের সদরপুর উপজেলায় দুনীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কাজী জেবুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দূর্নীতি বিরোধী জাতীয় এ বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বির্তক প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিষেশ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা আরিফ ইসলাম প্রমুখ।
