প্রভাত কুমার সাহা, সদরপুর। ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত অভিযানে চালিয়ে দুইটি ট্রাভেলস এজেন্সী জরিমানা করেছে। আল-রাফসান ট্রাভেলস্ ও আল-মদিনা ট্রাভেলস্রে বৈধ কাগজ পত্র না থাকায় ২০ হাজার টাকা এবং মোটর সাইকেলের রেজিষ্টশন কাগজ, ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে তিন মোটরসাইকেল চালককে ৪হাজার ৫শ টাকাসহ মোট ২৪ হাজার ৫শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল জানান এ অভিযান অব্যাহত থাকবে।
